কোনাবাড়ী থানার এএসআই মো. মমিন মিয়া জানান, শহরের রাজাবাড়ী এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান মিলু (২৮) ওই এলাকার আয়নাল হকের ছেলে।
এএসআই বলেন, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদ হাসান মিলুর একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে মিলুসহ ৪/৫ জন সাইনবোর্ড টানাচ্ছিল।
“এক পর্যায়ে সেখানে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডটির স্পর্শ লাগে। এ সময় মিলুসহ ৪/৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময় পথেই মিলু মারা যান।”