ক্যাটাগরি

ঝিনাইদহে নৌকার এজেন্টকে কুপিয়ে জখম, পুলিশের গুলি

শনিবার সকাল ১১টার দিকে হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এ হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারুক হোসেনের ওই কেন্দ্রের এজেন্টসহ তিনজন আহত হয়েছে বলেন জানান তিনি।

এ ঘটনায় আহত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এজেন্ট সাগর আলি নামে এক ব্যক্তিকে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন আহতের মা রূপসী বেগম এবং স্ত্রী নিলুফার বেগম।

তারা অভিযোগ করে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ কাউন্সলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোট কেন্দ্রে ঢুকে সাগর আলীকে কুপিয়ে আহত করে।

এ হামলায় আরও দুইজন আহত হয়। এ দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সাংবাদিক রবিউল ইসলামকে জানিয়েছেন তারা।

তবে কাউন্সলর প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।