ক্যাটাগরি

পার্লের হত্যাকারীর মুক্তি: আপিল পাকিস্তান সরকারের

শুক্রবার তারা এ আপিল করে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারকের এক প্যানেল ২০০২ সালে সাংবাদিক পার্ল হত্যায় জড়িত যুক্তরাজ্যে জন্মানো এক জঙ্গি এবং আরও ৩ জনকে অন্য কোনো মামলায় সাজা না থাকলে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এ রায় নিয়ে গভীর উদ্বেগ জানায়; দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপেও এই প্রসঙ্গ তোলেন। 

এদিনই সিন্ধু প্রদেশের প্রাদেশিক সরকার সুপ্রিম কোর্টে রায় পর্যালোচনার আবেদন করে বলে পার্লের পরিবারের আইনজীবী ফয়সাল সিদ্দিকী ও সরকারি এক কৌঁসুলি রয়টার্সকে জানিয়েছেন।

সাংবাদিক পার্লের হত্যাকারীকে মুক্তি দেওয়ার নির্দেশে ক্ষোভ যুক্তরাষ্ট্রের
 

“আমরা তিনটি রিভিউ পিটিশন দিয়েছি,” যার মধ্যে ৪ জনকে ছেড়ে দেওয়ার রায় বদল এবং পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি আহমেদ ওমর সাঈদ শেখের মৃত্যুদণ্ড বহালের আবেদন আছে বলে জানিয়েছেন কৌঁসুলি ফয়েজ শাহ।    

রিভিউ পিটিশনের কারণে ওই ৪ জনের মুক্তির আদেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক আইনমন্ত্রী মুর্তজা ওয়াহাব।