ক্যাটাগরি

পিএসজির দুই খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

এক টুইট বার্তায় শুক্রবার এই দুই ফুটবলারের কোভিড-১৯ টেস্টের
ফল পজিটিভ আসার কথা জানায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তারা এখন আইসোলেশনে থাকবেন বলে জানানো
হয়েছে।

দেশটির স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তিকে
সাত দিন আইসোলেশনে থাকতে হয়।

লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজি রোববার খেলবে
অবনমন অঞ্চলে থাকা স্বাগতিক লরিয়েঁর বিপক্ষে। এরপর বুধবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ
তলানির দল নিম।

লরিয়েঁর বিপক্ষে আগে থেকেই অবশ্য নিষিদ্ধ ছিলেন ইতালিয়ান
ফুটবলার ভেরাত্তি।