ক্যাটাগরি

পৌর নির্বাচন: সিংড়ায় ভোট বর্জন বিএনপি প্রার্থীর

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তায়জুল বলেন, “নৌকার কর্মীরা সকাল থেকে সবকটি কেন্দ্রে ভোটকক্ষে অবস্থান নেয়। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন।”

এ বিষয়ে তারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলা জন্য ফোন করলেও কেউ ফোন ধরেন নি বলেও অভিযোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির দাউদার মাহমুদ বলেন, “আমাদের প্রার্থী মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে পারেন নি; পুলিশ তা কেড়ে নিয়েছে। অথচ নৌকার প্রার্থী ফোনসহ শত শত কর্মী নিয়ে ভোট কেন্দ্র চষে বেড়িয়েছেন। পুলিশ নিরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখেছে। তাই আমরা ভোট থেকে সরে যাচ্ছি।“

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক,আইনজীবী মজিবুর রহমান, পৌর বিএনপির আহ্ব্য়ক, আলী আজগর, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপির ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মো. জান্নাতুল ফেরদৌস বলেন, “বিএনপি অনেক আগেই ভোটের মাঠ থেকে সরে গেছে। এখন শুধু প্রশাসনকে বিব্রত করার জন্য বর্জনের ঘোষণা দিয়েছে।”

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.আছলাম বলেন, বিএনপি প্রার্থী ভোটে অনিয়মের যে অভিযোগ করেছেন তা সঠিক না। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।