সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের
মঠেরবাজার এলাকায় শনিবার বেলা আড়াইটার দিকে তারা মারা যান বলে জানান জেলা ফায়ার সার্ভিসের
স্টেশন করমকর্তা নূর মোহাম্মদ শিকদার।
নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী
উপজেলার রঞ্জু হোসেন (৪০) ও মোতালেব মিয়া (৫৫)।
স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের
ইটেরপুল বিদ্যুৎ কার্যালয় থেকে ট্রলিটি বিদ্যুতের খুঁটি নিয়ে শরীয়তপুর যাচ্ছিল। পথে
ট্রলির চাকা পাংচার হয়ে যায়। মেরামতের জন্য ট্রলির নিচে যান চালকসহ দুইজন। এ সময় ট্রলি
উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক এবং হাসপাতালে নেওয়ার পর শ্রমিক নিহত হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর
মোহাম্মদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা গিয়ে একজনের লাশ উদ্ধার করেন। খুঁটির নিচে
চাপা পড়া আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।
এ ঘটনায় মাদারীপুর সদর থানার
ওসি মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।