শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের
ওসি মো.
আলমগীর হোসেন
জানান, শুক্রবার
সন্ধ্যার দিকে
ধর্ষণের এই ঘটনা ঘটে বলে তারা অভিযোগ পেয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
আটক জাহিদ মিয়া ওরফে
জাবেদ (২৫)
ট্রেনের সহকারী
জেনারেটর অপারেটর। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার
জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে
তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, ১৮ বছর বয়সী এই তরুণী তার প্রতিবেশী নানার
সঙ্গে সিলেট
থেকে ঢাকাগামী
লোকাল ট্রেন
সুরমা মেইলে
করে আখাউড়া
যাচ্ছিলেন শুক্রবার সন্ধ্যায়। পথে ভানুগাছ স্টেশন
পার হলে
তরুণী ট্রেনের টয়লেটে যাওয়ার
সময় জাহিদ
তার মুখ
চেপে ধরে
জেনারেটর রুমে
নিয়ে ধর্ষণ
করেন। ট্রেনটি শ্রীমঙ্গল
স্টেশনে পৌঁছালে
তরুণী প্ল্যাটফর্মে
নেমে চিৎকার
করেন।
ওসি আলমগীর বলেন,
“জাহিদ কৌশলে
পালিয়ে যাওয়ার
চেষ্টা করছিলেন।
তরুণীর চিৎকার শুনে যাত্রীরা তাকে আটক
করে পুলিশে
দেয়। ধর্ষণের ঘটনা ঘটে থাকতে
পারে।”
তরুণীকে মৌলভীবাজার সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। জাহিদকে শনিবার জেলহাজতে
পাঠানো হয়েছ বলে জানান ওসি আলমগীর।