ক্যাটাগরি

রেসিপি: কচুর ডাটা দিয়ে চিংড়ি চচ্চড়ি

অ্যালার্জির সমস্যা থাকলে এই ব্যঞ্জন
রাত কিংবা দুপুরে ভাতের সঙ্গে জমবে বেশ।

উপকরণ: কচুর
ডাটা সিদ্ধ ১ কাপ। চিংড়ি মাছ আধা কাপ। হলুদ ও মরিচ গুঁড়া আধা চা-চামচ করে। আদা ও রসুন
বাটা আধা চা-চামচ করে। কাঁচা মরিচ ৪টি। পেঁয়াজ মোটা করে কাটা আধা কাপ। ১০-১২টি রসুনের
কোঁয়া মোটা করে কাটা। কালো জিরা আধা চা-চামচ। সরিষার তেল তিন টেবিল-চামচ। লবণ পরিমাণ
মতো।

পদ্ধতি: কচুর
ডগা পরিষ্কার করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে।

পাত্রে তেল দিয়ে গরম করে কালি-জিরা, রসুন
ও পেঁয়াজ কাটা দিয়ে অল্প ভেজে সব গুঁড়া ও বাটা মসলা, লবণ অল্প পানি দিয়ে কষিয়ে চিংড়ি
মাছ যোগ করে আবার কষাতে হবে।

এরপর সিদ্ধ কচু দিয়ে নাড়তে হবে। কাঁচা-মরিচ
ফালি করে দিন।

ভালো করে নেড়ে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও রেসিপি

নারিকেলি চিংড়ি শুঁটকি ভর্তা
 

চিংড়ি ভুনা
 

চিংড়ি দিয়ে ডাটা ভাজি
 

কচুর ডাটার ঘণ্ট