শনিবার ভোট শেষে সন্ধ্যায়
নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তৃতীয় ধাপে ৬২ পৌরসভায়
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। এই ধাপে সব পৌরসভায়ই
ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়।
ইসি সচিব বলেন, “সুষ্ঠু
ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফায সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম
দুটোই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জে একটা দুঃখজনক ঘটনা না ঘটলে
প্রত্যেকটা ধাপে প্রায় একই রকম হয়েছে।”
পৌরসভা নির্বাচনের
প্রথম দুই ধাপে গোলযোগ-সংঘর্ষ হওয়ায় তৃতীয় ধাপে বিশেষ সতর্কতা নেওয়ার কথা জানিয়েছিল
নির্বাচন কমিশন। তবে তাতেও সহিংসতার রাশ টানা যায়নি।
ময়মনসিংহের গৌরীপুর
পৌরসভায় ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তিন চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। ফেনী
পৌরসভায় একটি কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে।
কয়েকটি কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
বিক্ষিপ্ত সংঘাত আর বর্জনে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু
পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এজেন্টসহ
তিনজন আহত হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের উপর
হামলা হয়েছে।
এছাড়া কারচুপির অভিযোগ
তুলে নাটোরের সিংড়া, বগুড়ার শিবগঞ্জ, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী এবং সাতক্ষীরার কলারোয়ায়
বিএনপির মেয়র প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।
মাত্র দুটি কেন্দ্রে
ভোট বন্ধ হয়েছে জানিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, জামালপুরের সরিষাবাড়িতে
ব্যালট পেপার হারিয়ে গেছে। ওই কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করা
হয়েছে, কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হয়েছে। আর কুমিল্লার বরুড়ায ব্যালট বাক্স তছনছ
করা হয়েছে। সে কারণে সেই কেন্দ্রের ভোটও বন্ধ করা হয়েছে।
“এছাড়া সব কেন্দ্রের
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
কত শতাংশ ভোট পড়তে
পারে জানতে চাইলে সচিব বলেন, “বরাবরের মতো বিশেষ করে মফস্বল এলাকার নির্বাচনে প্রত্যেকটায়
উপস্থিতি ভালো। আমরা আশা করছি যে, এই ধাপে ৬০ শতাংশের নিচে হবে না। ৬০ থেকে ৭০ শতাংশ
হবে।”
প্রথম ধাপে ৬৫%, দ্বিতীয়
ধাপে ৬২% ভোট পড়েছে।
করোনাভাইরাস মহামারীর
মধ্যে এবার পাঁচ ধাপে এসব পৌরসভায় নির্বাচন করছে কমিশন।
প্রথম ধাপের তফসিলের
২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয়
ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হল ৩০ জানুয়ারি।
চতুর্ধ ধাপের ১৪ ফেব্রুয়ারি
এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।