গত মাসে উৎক্ষেপণ সফল হলেও অবতরণের সময় বিস্ফোরিত হয়েছে স্টারশিপ রকেটটি। এই উৎক্ষেপণ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) লাইসেন্স অমান্য করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
স্টারশিপ রকেটের অবতরণে বিস্ফোরণ এবং এফএএ’র অনুমোদনের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় তদন্ত শুরু হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্পেসএক্স।
ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর তৈরি ১৬ তলা লম্বা প্রোটোটাইপ রকেটটি বেশি ভর বহনে সক্ষম এবং চাঁদ ও মঙ্গল গ্রহে ভবিষ্যত অভিযানে মানুষ এবং ১০০ টন পর্যন্ত কার্গো পরিবহন করতে পারবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
ল্যান্ডিং প্যাডে নামার সময়ই ধ্বংস হয়েছে স্টারশিপ। স্পেসএক্স-এর নতুন তিনটি র্যাপটর ইঞ্জিনের সাহায্যে ৪১ হাজার ফুট উচ্চতায় ওঠানোর উদ্দেশ্য ছিলো রকেটটি। তবে, এটি ওই উচ্চতায় পৌঁছাতে পেরেছে কি না, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।
এফএএ জানিয়েছে, উৎক্ষেপণ লাইসেন্স বদলাতে স্পেসএক্স-এর প্রস্তাবনা যাচাই করে দেখা হবে।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, “আমরা লাইসেন্সে বদল আনার বিষয়টি তখনই অনুমোদন দেব, যখন আমরা বুঝতে পারবো নীতিমালার শর্ত পূরণে স্পেসএক্স যথাযথ ব্যবস্থা নিয়েছে।”