কুমিল্লার
সদর দক্ষিণ এলাকা থেকে ট্রাকে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় শনিবার রাতে তাদের হাতে-নাতে
ধরা হয় বলে জানিয়েছেন র্যাব- ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপ-পরচালক মেজর তালুকদার
নাজমুছ সাকিব।
গ্রেপ্তাররা
হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. শাহীন
(৫০) এবং ফজল আহমেদের ছেলে জহির আহমেদ (৫৫)।
এ সময় ইয়াবা
বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
মেজর নাজমুছ
সাকিব জানান, শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পরিবহনের সময় দুইজনকে
হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা
হয়।
তাদের বিরুদ্ধে
সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।