নিউজ ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2021 03:34 PM BdST
Updated: 31 Jan 2021 04:02 PM BdST
জেলায় জেলায় করোনাভাইরাসের টিকা পৌঁছানো অব্যাহত রয়েছে। রোববারও বেশ কয়েকটি জেলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের এ টিকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
-
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে রোববার সকালে কর্মকর্তারা ৯৬ হাজার ডোজ টিকা বুঝে নেন। এখান থেকে জেলার ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। সেসব টিকা সেখানে আইস লাইন্ট রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
-
যশোরে প্রথম ধাপের ৯ হাজার ৬শ’ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন রোববার ভোরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজার ভ্যানে করে পৌঁছেছে। ৮ কার্টনের ওই টিকার চালানটি গ্রহণ করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
-
নোয়াখালীতে রোববার দুপুরে পুলিশ পাহারায় ১ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছেছে। বেক্সিমকোর সহকারী বিক্রয় ব্যবস্থাপক নূরে আলম জানান, ১০টি কার্টুনে ১০ হাজার ৪শ’ ভায়াল রয়েছে। প্রতিটি ভায়ালে ১০ ডোজ হিসেবে মোট ১ লাখ ৪ হাজার ডোজ ভ্যাকসিন রয়েছে।
-
রংপুর জেলায় দুই লাখ চল্লিশ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় ১৩টি বুথের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন।