কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, শংখ ব্যাপারীকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।
পলাতক পি কে হালদারের দুই সহযোগী উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল হক, ফাইল ছবি
প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে তোদের দুজনকে রমনা থানার হাজতখানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রনব।
এই দুজনের মধ্যে রাশেদুলকে পাঁচ দিনের এবং আর শংখ ব্যাপারীকে তিন দিনের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার এবং রাশেদুলকে গত ২৪ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক।
আনান কেমিক্যাল লিমিটেডের নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে ওই দিনই পি কে হালদার, রাশেদুল ও উজ্বলসহ ২৪ জনের বিরুদ্ধে
মামলা করা হয়।
পরদিন রাশেদুল ও উজ্বলকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পলাতক পি কে হালদারের সহযোগী শংখ ব্যাপারী, ফাইল ছবি
আর পি কে হালদারের বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে করা এক মামলায় গত ৪ জানুয়ারি শংখ ব্যাপারীকে গ্রেপ্তার দেখায় দুদক।
ওই দিনই তাকে আদালতে হাজির করা হলে একই বিচারক তাকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
দুদক বলছে, পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীর নামে রাজধানীর ধানমণ্ডিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। পি কে হালদারের টাকাতেই ওই ফ্ল্যাট কেনা হয়েছে বলে তদন্তকারীদের ধারণা।