সদর থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, রোববার
সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত তাইয়েবা ইসলাম মাওয়ার বয়স দেড় বছর।
সে ওই গ্রামের রাজমিস্ত্রি মো. সবুজ সাজির মেয়ে।
এলাকাবাসী জানান, সকালে সবুজ কাজে যাওয়ার
পর শিশুমেয়েকে বুকের দুধ খাওয়ান মা তানিয়া খাতুন (২৮)। এর কিছুক্ষণ পর শিশুর কান্না
শুনে স্থানীয়রা গিয়ে তার গলা কাটা লাশ আর তার পাশে তানিয়াকে দা হাতে দাঁড়িয়ে থাকতে
দেখেন।
পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে
তানিয়াকে আটক করে।
ওসি এনায়েত বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে
তানিয়া তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।”
তবে পুলিশ এখনও হত্যার কারণ জানতে পারেনি
বলে তিনি জানান।