ক্যাটাগরি

রহমতগঞ্জের প্রথম জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারায় রহমতগঞ্জ। ড্র দিয়ে লিগ শুরুর পরের তিন ম্যাচে হেরেছিল তারা। চার ম্যাচে এটি উত্তর বারিধারার তৃতীয় হার।

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ ড্র করে আসা উত্তর বারিধারাকে ৩৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে এগিয়ে নেন মোহাম্মদ সুজন বিশ্বাস।

দুটি সুযোগ নষ্টের পর প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে রহমতগঞ্জ। ক্রিস রেমির শট এক ডিফেন্ডারের গায়ে লাগার পর গোলমুখ থেকে টোকায় জাল খুঁজে নেন দিলশদ ভাসিয়েভ।

দ্বিতীয়ার্ধের শুরুতে রেমির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৫৭তম মিনিটে দিলশদের হেড পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান আরও বাড়ান এনামুল ইসলাম।