বেসরকারি
এই বিশ্ববিদ্যালয়টি রোববার জানিয়েছে, ‘স্প্রিং ’সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
অনলাইনে ভর্তি সম্পন্ন করতে পারবে। ভর্তি সংক্রান্ত তথ্য আইইউবিএটির ওয়েবসাইটে
পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি
জানায়, মহামারীকালে এবারের ‘স্প্রিং সেমিস্টারে’ ভর্তি ফির ৫০ শতাংশ এবং টিউশন ফির
১৫ শতাংশ টাকা কম নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, আইইউবিএটিতে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর ১০০
শতাংশ পর্যন্ত মেধা বৃত্তি রয়েছে। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ বিশেষ
বৃত্তিসহ রয়েছে আরও ৯০টি বৃত্তি।
এ
বছর ৩০ বছরে পা দিলো আইইউবিএটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএ’র সাবেক
পরিচালক ড. এম আলিমউল্যা মিয়া ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর
ক্যাম্পাস এখন চলছে উত্তরায় ২০ বিঘা জমির ওপর।
বিশ্ববিদ্যালয়টিতে
বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১১টি বিভাগে পড়ালেখা করছে কয়েক হাজার শিক্ষার্থী।
আইইউবিএটিতে
স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি
ম্যানেজমেন্ট, নার্সিং এবং স্নাতকতোত্তর এমবিএ প্রোগ্রাম ভর্তি হওয়া যাবে।