ক্যাটাগরি

আবরার হত্যা: শেষ তদন্ত কর্মকর্তার জেরা সোমবার

রোববার
জবানবন্দি দেওয়ার সময় তার জমা দেওয়া আলামত প্রদশর্নী ভিডিওর মাধ্যমে সবাইকে দেখান বিচারক।

সেদিনের
ঘটনার সিসিটিভি ভিডিও রাষ্ট্র ও আসামিপক্ষকে দেখানোর
মধ্য দিয়ে এদিন ওয়াহিদুজ্জামানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

পরে
তাকে জেরার জন্য সোমবার দিন রাখেন ঢাকার ১ নম্বর দ্রুত
বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

রাষ্ট্রপক্ষের
আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার ৬০
জন সাক্ষীর মধ্যে ওয়াহিদুজ্জামানকে নিয়ে রাষ্ট্রপক্ষে মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ
চলছে।

বুয়েটের
শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে
ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়।

পরদিন
আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি
করে চকবাজার থানায় মামলা করেন।

এক
মাস পর ২০১৯ সালের
১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত
করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর
আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

আসামিদের
মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে
১৭ জন এবং এজাহারবহির্ভূত
ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।

আরও পড়ুন

আবরারের হলের ক্যান্টিন বয়ের মুখে ঘটনার বর্ণনা
 

আবরারের লাশ হল থেকে সরাতে চাপ দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা রাসেল: চিকিৎসক
 

জেরায় শিবির নিয়ে একের পর এক প্রশ্ন আবরারের বাবাকে
 

অশ্রুচোখে ন্যায়বিচার চাইলেন আবরারের বাবা
 

আবরার ফাহাদ হত্যা: ২৫ আসামির বিচার শুরুর আদেশ