ক্যাটাগরি

ইওএস টেক্সটাইলের ৯৮% শাশা ডেনিমসের

কোম্পানিটির আরও ১৮ শতাংশ শেয়ার কিনে নেওয়ার ঘোষণা রোববার শাশা ডেনিমস ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

২১ কোটি ৮০ লাখ টাকা দিয়ে এই ১৮ শতাংশ কিনে নেওয়ার আগে ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শাশা ডেনিমসের হাতে ছিল।

শাশা ডেনিমস বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির কাছ থেকে ৪ লাখ ৫১২ স্কয়ার মিটার জায়গা পেয়েছে, যেখানে নতুন কারখানা করা হবে বলেও রোববার জানিয়েছে।

এসব খবরে শাশা ডেনিমসের শেয়ারের দামের কোনো পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার শাশা ডেনিমসের শেয়ার লেনদেন হয় ২১ টাকা ৬০ পয়সায়, যা রোববার ছিল ২১ টাকা ৬০ পয়সা।

অনেক দিন ধরে শাশা ডেনিমসের শেয়ারর দাম বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম ২১ টাকা ৬০ পয়সায় আটকে আছে। গত এক বছরে শেয়ারটির দাম ১৮ টাকা থেকে ৩০ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৭-১৮ অর্থবছরে শাশা ডেনিমস লিমিটেড মুনাফা করেছিল ৫৫ কোটি ৪৫ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৭টি শেয়ার।

২০১৮-১৯ অর্থবছরে শাশা ডেনিমস লিমিটেড মুনাফা করেছিল ৩৯ কোটি ৪ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার।

২০১৯-২০ অর্থবছরে শাশা ডেনিমস লিমিটেড মুনাফা করেছিল ২৮ কোটি ৯৩ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪ কোটি ১০ লাখ ৩৫ হজারা ৯১১টি শেয়ার আছে। এর মধ্যে ৩৭ দশমিক ৫৭ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ১ দশমিক ১২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪২ দশমিক ৮১ শতাংশ শেয়ার আছে।

শাশা ডেনিমসের বর্তমান বাজার মূলধন ৩০৪ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৬১ কোটি ৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩১৮ কোটি ১ লাখ টাকা।