অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকির চেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের রবিউল ইসলাম; ৬১৯ দশমিক ৪ পয়েন্ট নিয়ে ১৩তম হন তিনি। এছাড়া ৬১৭ দশমিক ৭ পয়েন্ট
নিয়ে রাব্বি হাসান মুন্না ১৯তম হয়েছেন।
মেয়েদের ১০মিটার এয়ার রাইফেলে ৬২০ দশমিক ২ পয়েন্ট নিয়ে রিতিকা চৌধুরী ২০তম, ৬১৭ দশমিক ৩ পয়েন্ট নিয়ে সৈয়দা আতকিয়া হাসান ২৭তম ও ৬১৭ দশমিক ২ পয়েন্ট নিয়ে নাতাশা তাবাসসুম ২৮তম হন।
ছেলেদের বিভাগে ভারতের পানওয়ার সিং ও মেয়েদের বিভাগে মঙ্গোলিয়ার এরদেনেচুলুন এনখামা সেরা হয়েছেন।
আগের দিন ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে হতাশ করেছিলেন শাকিল আহমেদ। ৫৬৬ স্কোর নিয়ে ২২তম হয়েছিলেন ২০১৮ সালে গোল্ডকোস্টে রুপা জেতা এই শুটার।