ক্যাটাগরি

খুলনায় হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম
রোববার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শাহিনুর রহমান তাজু (৪৭)
খুলনা শহরের সিমেন্ট্রি রোডের মো. আতিয়ার রহমানের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায়
ছিলেন।

এছাড়া এ মামলার আরও চার আসামিকে খালাস
দিয়েছে আদালত।

আদালতের এপিপি কেএম ইকবাল হোসেন মামলার
নথির বরাতে জানান, ২০১৩ সালের ১৬ জুন সিমেন্ট্রি রোডে হোটেল আরামের সামনে হাতুড়ি দিয়ে
পিটিয়ে দেলোয়ার হোসেন দিলু নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী সদর
থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার
পাল পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এপিপি বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে
আদালত তাজুকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছে।