ক্যাটাগরি

গোপালগঞ্জে আ. লীগ নেতা টিটু হত্যায় ১৬ জনের যাবজ্জীবন

রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান জানিয়েছেন।

তিনি আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৫ জনকে মুক্তি দেয় আদালত। আর সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলী উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার, জিহাদ চৌধুরী, সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহীদুল শেখ এবং পলাশ খান ওরফে মফিজুর খান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চার জন পলাতক। জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান বলেন, নড়াইলের চর সিংগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে আসামিরা টিটুকে কুপিয়ে হত্যা করেন।

ঘটনার পর দিন টিটুর ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা করেন।

২০১৯ সালের ২৪ জুলাই মামলাটির তদন্তকারী কর্মকর্তা নড়াগাতী থানার এসআইনিমাই চন্দ্র মণ্ডল ৩১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

৩৫ জনের মধ্যে ৩১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা দেয় বলেন তিনি।