ক্যাটাগরি

চট্টগ্রামে পৌঁছেছে সাড়ে চার লাখ ডোজ টিকা

রোববার সকাল পৌনে
৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে এসব টিকা নগরীর আন্দরকিল্লায় সিভিল সার্জন
কার্যালয়ে পৌঁছায়।

চট্টগ্রাম বিভাগীয়
স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি
সেখানে টিকা বুঝে নেন।

সিভিল সার্জন
কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মার
প্রতিনিধি মো. মহসীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

আগামী ৭
ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে চট্টগ্রামেও করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হওয়ার
কথা রয়েছে।

সিভিল সার্জন সেখ
ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজ
টিকা তিনি বুঝে পেয়েছেন। সেগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক
ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রামে প্রথম
দফায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারটি বুথ থেকে টিকাদান কার্যক্রম শুরু
হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর উদ্বোধন করার কথা রয়েছে বলে
সিভিল সার্জন জানান।

নগরীতে সিটি
করপোরেশন এবং উপজেলাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে টিকা দেওয়া হবে। ৭
ফেব্রুয়ারি একসঙ্গে টিকাদান শুরুর জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি টিকার বাক্স সিটি
করপোরেশন নির্ধারিত কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠানো হবে।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের প্রতিটিতে দুটি করে আইস লাইনড রিফ্রিজারেটর (আইএলআর) আছে, যেখানে টিকা
সংরক্ষণ করা হবে। ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণও ইতোমধ্যে শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নয়টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
এগুলো হল- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল,
ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস
(বিআইটিআইডি), সম্মিলিত সামরিক হাসপাতাল, পুলিশ লাইনস হাসপাতাল, সিটি করপোরেশন
জেনারেল হাসপাতাল, মোস্তফা হাকিম মাতৃসদন, সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল ও
বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল।