রোববার সংসদে চট্টগ্রামের সংসদ সদস্য এম আবদুল লতিফ
ভূমিমন্ত্রীর কাছে দেশের জলভাগ ও স্থলভাগের পরিমাণ জানতে চান।
জবাবে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
(বিবিএস) সূত্রে বা অন্য কোনো সরকারি সংস্থার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জলভাগ এবং স্থলভাগের
আয়তন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।”
দেশের জনগণের কল্যাণে স্থলভূমি অর্থাৎ কৃষিজমি, বনভূমি
এবং জলাভূমি সংরক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় প্রতিনিয়ত
কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
জামালপুর-৫ আসনের সাংসদ মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে
ভূমিমন্ত্রী বলেন, ব্যক্তি ও পরিবারভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ ৮ দশমিক ২৫ একর অর্থাৎ
২৫ বিঘা পর্যন্ত হলে কোন ভূমি উন্নয়ন কর দিতে হয় না। ইক্ষু আবাদ, লবণ চাষের জমি এবং
কৃষকের পুকুর (বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতিত) এর আওতায় অন্তর্ভুক্ত হবে। ভূমি উন্নয়ন
কর মওকুফের আওতাধীন কৃষি জমির সংশ্লিষ্ট প্রতিটি হোল্ডিংয়ের জন্য আবশ্যিকভাবে বার্ষিক
১০ টাকা হারে আদায় করতে হবে।”
জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে বীর মুক্তিযোদ্ধা হিসেবে
দুই লাখ ৩৪ হাজার ৩৪৭ জনের নামে গেজেট প্রকাশিত হয়েছে। এদের মধ্যে এক লাখ ৯১ হাজার
৮৯৮ জন সম্মানী ভাতা পাচ্ছেন।
মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা প্রাপ্তির
ক্ষেত্রে ৩৩ ধরনের প্রমাণকের যে কোনো একটিতে নাম থাকলেই ভাতা প্রাপ্য হয়। এক্ষেত্রে
নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। সেটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করার পর ভাতা দেওয়া হয়।
এম এ লতিফের আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন
ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ৯০টি বিক্রয় প্রতিনিধির (ট্রাভেল এজেন্ট)
কাছে বাংলাদেশ বিমানের বকেয়া রয়েছে ৪১ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৯৪০ টাকা।
সংরক্ষিত আসনের মনিরা সুলতানার প্রশ্নের জবাবে পরিবেশ,
বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন জানান, বর্তমানে বনের পরিমাণ সারা দেশের ভূমির ১৪.১০
শতাংশ। বৃক্ষাচ্ছাদনের পরিমাণ দেশের মোট আয়তনের ২২.৩৭ শতাংশ।