‘নাগরিক তথ্য সংগ্রহ
পক্ষ-২০২১’ উদযাপন উপলক্ষ্যে রোববার ডিএমপি সদর দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়।
১ থেকে ১৫ ফেব্রুয়ারি
পালিত হবে ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’।
সভায় সভাপতির পুলিশ
কমিশনার বলেন, নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর হতে সারা বাংলাদেশে বিট পুলিশিংয়ের একটা
পরিবর্তন এসেছে।তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর প্রতিটি থানার বিট
পুলিশিংয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ শুরু করতে যাচ্ছে।
নগরবাসীর নিরাপত্তা
নিশ্চিতে রাজধানীর সব নাগরিককে তথ্য দিয়ে সংশ্লিষ্ট থানার বিট অফিসারদের সহায়তা করার
আহ্বান জানান ডিএমপি কমিশনার।
করোনাভাইরাস মহামারীর
মধ্যে ঢাকা মহানগরীর অনেক ভাড়াটিয়া পরিবারসহ অন্যত্র চলে গেছে। অনেক ক্ষেত্রে পরিবারের
পরিবর্তে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম বলেন,
সাম্প্রতিক সময়ে ডিএমপিতে কিছু অপরাধী গ্রেপ্তার করা হয়েছে যাদের ব্যাপারে সিটিজেন
ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (সিআইএমএস) কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিএমপির জানিয়েছে,
এবারের ‘নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ’ উপলক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে
রয়েছে প্রতিটি বিটে নতুন ভাড়াটিয়া ও বাড়ি মালিকদের তথ্য সংগ্রহ করা; যেসব ভাড়াটিয়ার
তথ্য আগে সংগ্রহ করা হয়েছিল, কিন্তু পরে বাসা বদল করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা;
বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা ভুয়া নাম-ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিচ্ছে কিনা
এ ব্যাপারে বাড়ির মালিকদের সচেতন করা; বিট এলাকার অপরাধীদের তালিকা প্রস্তুত করা (পেশাদার
খুনি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চোর, ছিনতাইকারী, মাদক সংক্রান্ত অপরাধী, নারী
উত্ত্যক্তকারী, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও সন্দেহভাজন ব্যক্তি ইত্যাদি); সন্দেহভাজন
লোক, অস্থায়ী কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের সর্ম্পকে বিট অফিসারকে তথ্য দিতে বাড়ি মালিকদেরকে
উৎসাহিত করা।