তার নাম সৈয়দ মোশারফ হোসেন (৩৯)। তিনি চট্টগ্রাম রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামের মীর বাড়ির সৈয়দ মোহাম্মদ বেলালের তৃতীয় ছেলে।
স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের বন্ধু নওশের আলম সুমন।
তিনি জানান, কিছু নির্মাণ শ্রমিককে গাড়িতে করে শারজা নিতে ওইদিন সকালে দুবাইর আল কুজ ৪ নম্বর এলাকায় আসেন মোশারফ। সেখানে তিনি একটি তিনতলা ভবনে উঠে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বাংলাদেশে মোশারফের দুটি শিশুসন্তান রয়েছে বলে জানা গেছে। তার লাশ বর্তমানে দুবাই রাশিদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |