ক্যাটাগরি

নজরুলসঙ্গীত শিল্পী জোসেফ কমল রডিক্স আর নেই

রোববার বিকাল ৩টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নজরুল সংগীতশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান।

নজরুল সংগীতশিল্পী সংস্থার সভাপতি রডিক্সের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই সন্তান রেখে গেছেন। তাদের মধ্যে এক ছেলে বিদেশে থাকেন।

শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমলদার কিডনি জটিলতা ছিল। তার কিডনি ডায়ালাইসিস চলছিল। এর মধ্যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। কিছুদিন আগে তার হার্ট অ্যাটাকও হয়েছিল।”

সোমবার সকাল ১১টায় রাজধানীর ফার্মগেইটে জপমালা রাণীর গির্জায় তার মরদেহ নেওয়া হবে। সেখানে প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৫২ সালে ১২ আগস্ট ঢাকার সূত্রাপুরে জোসেফ কমল রড্রিক্সের জন্ম। স্কুলবেলাতেই সঙ্গীতে হাতেখড়ি তার। উচ্চাঙ্গসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে তিনি তালিম নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করা জোসেফ কমল রড্রিক্স ১৯৭০ সাল থেকে বাংলাদেশ বেতারে এবং ১৯৭২ থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করেন। তিনি বিটিভির তালিকাভুক্ত সঙ্গীত পরিচালক।

জোসেফ কমল রড্রিক্সের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।