ক্যাটাগরি

নিউ ইয়র্কে তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর লাশ উদ্ধার

তার নাম জিমাম মোহাম্মদ চৌধুরী (২১)। তিনি নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।

জিমামের বাবা উত্তর আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল জানান, শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় হিলসাইডে তালাবদ্ধ ঘর থেকে জিমামকে উদ্ধার করা হয়। তিনি ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উদ্ধারের সময় আসা প্যারামেডিক্সরা জানিয়েছেন।

গত ৩১ ডিসেম্বর মা-বাবা এবং দুই বোনের সঙ্গে জিমামও সিলেট গিয়েছিলেন। ঘনিষ্ঠ এক অসুস্থ বন্ধুর অস্ত্রোপচারের সময় হাসপাতালে থাকার কথা বলে সেখান থেকে দুদিন আগে নিউ ইয়র্কে ফেরেন জিমাম। দুই সপ্তাহ পরই আবার সিলেটে মা-বাবার কাছে ফেরার কথা ছিল তার।

দুপুর হচ্ছে, কিন্তু টেলিফোনে সাড়া না পেয়ে বাসার সামনে এসে বেসমেন্টের লোকজনের কাছে জিমামের ব্যাপারে জানতে চেয়েছিলো তার বন্ধুরা। পরে দরজায় কড়া নেড়েও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন তারা।

জুয়েল জানান, জিমামের লাশ মেডিকেল ছাড়পত্র পাবার পরই নিউ ইয়র্কে উডসাইডে জানাজার পর বাংলাদেশ কন্স্যুলেটের ছাড়পত্রে ঢাকা হয়ে সিলেট নেওয়া হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!