ক্যাটাগরি

পটুয়াখালীতে সুপারী গাছ চাপায় কিশোরের মৃত্যু

রোববার সকালে উপজেলার চরমাছুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মো. রিফাত (১৪) ওই এলাকার জাফর হাওলাদারের ছেলে।

রিফাতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, ভেকু মেশিন দিয়ে রাস্তার মাটি কাটার সময় সুপারী গাছ সরানোর কাজ করছিল শ্রমিকরা। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল রিফাত।

“সে সময় সুপারী গাছটি এসে রিফাতের গায়ে পড়লে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নিয়ে আসার আগেই রিফাতের মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন ওসি।