রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭৪ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ কমে ৫ হাজার ৬৪৯ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০০ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২০ শতাংশ কম।
ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। রোববার ৮২৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৪১ কোটি ৯ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, আর কমেছে ২১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৯০টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৫ দশমিক ৩৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩০ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০ দশমিক ৩৯ পয়েন্টে।
সিএসইতে রোববার ৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৩ কোটি ৪২ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।