ক্যাটাগরি

যতই রাগ হোক, আকার একই থাকে

মার্কিন-কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডস সম্প্রতি ইন্সটাগ্রামে তার নতুন চলচ্চিত্র ‘দি অ্যাডাম প্রোজেক্ট’য়ের ছবি দিয়েছেন। তবে ছবির চাইতেও ক্যাপশানের প্রতি নজর কেড়েছে সবার।

সহ-শিল্পী মার্ক রাফালোর সঙ্গে বিভিন্ন শটের ছবি দিয়ে রেনল্ডস লেখেন, “কর্মক্ষেত্রে আমারও বন্ধু আছে। তবে আমি তাকে যতই বিরক্ত করি না কেনো, সে একই রকম থাকে।”

‘অ্যাভেঞ্জারস’ সিরিজের ছবিতে মার্ক রাফালো ‘হাল্ক’ চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা বিরক্ত হলে বা রাগলে আকার পরিবর্তন করে হয়ে যায় বিশাল দেহী সবুজ রংয়ের দৈত্য। আর ‘থর: র‌্যাগনারক’ ছবিতে হাল্ককে দেখে ক্রিস হেম্সওর্থ ওরফে থর’য়ের জনপ্রিয় ডায়লগ ‘কাজ সূত্রে আমরা বন্ধু’- এর মাত্রা ধরেই রেনল্ডস মজা করে ছবিতে সেই ক্যাপশন জুড়েছেন।

আইএএনএস জানায়, শন লেভি পরিচালিত বিজ্ঞান কল্প-কাহিনী ভিত্তিক ছবি ‘দি অ্যাডাম প্রোজেক্ট’য়ে আরও অভিনয় করছেন ক্যাথরিন কিনার, অ্যালেক্স মালারি জুনিয়র, জেনিফার গার্নার এবং জোয়ি সালডানা।

ছবির গল্প এগিয়েছে রেনল্ডসের চরিত্রকে কেন্দ্র করে, যে কিনা অতীতে ফিরে গিয়ে নিজের ১৩ বছর বয়সের সঙ্গে দেখা করে যাতে সে তার বিজ্ঞানি বাবাকে খুঁজে পায়। আর এই বাবা’র চরিত্রেই অভিনয় করছেন রাফালো।