ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভ্রাটের কবলে রেডিট

ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, শনিবার স্বল্প সময়ের জন্য সমস্যা দেখা দেয় রেডিট সেবায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন এবং কানাডায় টরোন্টোর ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন।

রেডিট অবশ্য এক ইমেইল বিবৃতিতে বলছে ভিন্ন কথা। শনিবার ওয়েবসাইটে কোনো সমস্যা হতে দেখেননি তারা। ওই ইমেইলে রেডিট মুখপাত্র বলেছেন, “আমরা এ সপ্তাহে উচ্চ ত্রুটির কিছু সমস্যা হতে দেখেছি। এর মানে দাঁড়ায়, কিছু ব্যবহারকারীর জন্য ধীরগতির লোডিং সময়, কিন্তু আমরা কখনও একেবারে বন্ধ হয়ে পড়িনি।”

রেডিটের স্ট্যাটাস পেইজও বলছে, তাদের ওয়েবসাইট সচল ছিলো।

এ সপ্তাহে হুট করেই ‘ওয়ালস্ট্রিটবেটস’ সাবরেডিটের এর কারণে আলোচনায় উঠে আসে রেডিট। সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা গেইমস্টপ কর্পোরেশনের শেয়ারের দর বাড়িয়ে দিয়েছিলো। ওয়ালস্ট্রিটবেটস সাবরেডিটের সদস্য সংখ্যা প্রায় ৬০ লাখ বলে উল্লেখ করেছে রয়টার্স।