প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, চলতি বছরই প্রতিষ্ঠানের প্রথম রোলএবল এবং স্লাইডএবল পর্দা বাজারে আসবে বলে নিশ্চিত করেছেন স্যামসাং ডিসপ্লে’র জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট কেওন-ইয়ং চই৷ স্যামসাংয়ের মোবাইল বিভাগই প্রথম এই পর্দা ব্যবহার করবে বলেও ধারণা করা হচ্ছে৷
রোলএবল ডিভাইসের ধারণাতে দেখা গেছে ডিভাইসটি সংকুচিত করলে পেছনের প্যানেল ও পর্দা ফোনের ভেতর ঢুকে যায়৷
পর্দা বিস্তৃত এবং সংকুচিত করতে ডিভাইসে বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে পারে স্যামসাং৷
এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোনের জন্য কম শক্তি খরুচে ওলেড প্যানেলে বানানো হয়েছে৷ আগের প্যানেলের চেয়ে নতুন ওলেড প্যানেল ১৬ শতাংশ পর্যন্ত কম শক্তি খরচ করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি৷
ইতোমধ্যেই গ্যালাক্সি এস২১ আলট্রা ডিভাইসে নতুন ওলেড প্যানেল ব্যবহার করেছে স্যামসাং৷ চলতি মাসের শুরুতেই নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি৷
আলাদা আলোর উৎস দরকার হয় না ওলেড পর্দার। নিজে নিজে উজ্জ্বল হতে পারে এমন অর্গানিক উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে রঙ উৎপাদন করে এই পর্দাগুলো।