ক্যাটাগরি

সঙ্কট মোকাবেলার উপায় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন: তথ্যমন্ত্রী

রোববার
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী
এ মন্তব্য করেন।

তিনি
বলেন, “করোনার শুরুতে যারা শঙ্কা প্রকাশ করেছিল, পত্রিকায় বিবৃতি দিয়েছিল, টেলিভিশনের
পর্দা গরম করেছিল যে হাজার হাজার লাশ পড়ে থাকবে, অনাহারে হাজার হাজার মানুষ মারা যাবে,
তাদের সেই শঙ্কাকে ভুল প্রমাণিত করে শেখ হাসিনার নেতৃত্বে সঙ্কট কীভাবে মোকাবিলা করে
দেশ এগিয়ে নেওয়া যায়, তার উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।”

পৃথিবীর
অন্যতম ঘনবসতির দেশ হওয়ার পরও বাংলাদেশ মহামারীকে ‘অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে’
বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

“বিশ্বের
অন্য দেশের মত আমরাও নিজেকে করোনা থেকে রক্ষা করতে পারিনি। কিন্তু এখানে যেভাবে নিয়ন্ত্রণ
হয়েছে, তা পৃথিবীর সামনে দৃষ্টান্ত। বিএনপি ও তার মিত্ররা এবং রাত ১২টার পরে যারা টেলিভিশন
গরম করে, তারা এটা স্বীকার না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জানিয়েছে।”

বিএনপি
নেতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “এই করোনা মহামারীর মধ্যে নয়াপল্টনের অফিসে
বসে অনেকে অনেক বড় বড় কথা বলেন। তারা এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায়নি। প্রধানমন্ত্রী
শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের
পাশে দাঁড়িয়েছে।

“আওয়ামী
লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির তিন জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এক তৃতীয়াংশ
সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, আবার তারা সুস্থ হয়ে মানুষের জন্য কাজে নেমে পড়েছেন।”

পররাষ্ট্র
প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম টিকা নিয়ে ‘গুজব রটনাকারীদের’ বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদে।

তিনি
বলেন, “গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী
মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যেন এই আইন প্রয়োগ করা
হয়। ভ্যাকসিন নিয়ে কী রকম রটনা করছে!”