ক্যাটাগরি

পেনসিলভেইনিয়া ইউনিভার্সিটির থিংক ট্যাংক র‌্যাংকিংয়ে বিআইজিডি

ব্রাক ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, বৃহস্পতিবার প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ট্র্যান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্ন্যান্স ক্যাটাগরিতে বিআইজিডির এই অবস্থান
হয়েছে। এছাড়া সোশ্যাল পলিসি থিংক ট্যাংকস ক্যাটাগরিতে ১২০তম হয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ব্রাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ভিনস্টে চ্যাং বলেছেন, “বাংলাদেশের সাথে সম্পর্কিত এবং বৈশ্বিকভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন গবেষণা ও প্রকল্পে যুক্ত হতে আমরা বদ্ধপরিকর।”

পেনিসিলভেইনিয়া বিশ্ব্যবিদ্যালয়ের থিংক ট্যাংক অ্যান্ড সিভিল সোসাইটি প্রোগ্রামের (টিটিসিএসপি) আওতায় ২০০৬ সাল থেকে বার্ষিক এই
প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বলে ব্রাক ইউনিভার্সিটি জানিয়েছে।

তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের অঞ্চল, গবেষণার বিষয়বস্তু এবং বিশেষ অর্জনের ওপর
ভিত্তি
করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রায় চার হাজার নীতি-নির্ধারক, সাংবাদিক, সরকারি-বেসরকারি দাতা সংস্থা, কার্যকর ও আঞ্চলিক বিশেষজ্ঞদের মতামত মূল্যায়ন করে ২০২০ সালের এই র‌্যাংকিং করা হয়েছে।

এরপর পেশাদার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি প্যানেলের পর্যালোচনা ও নিরীক্ষার মধ্য দিয়ে মূল র‌্যাংকিং প্রকাশ করা হয়।

স্বকীয়তা, নিরপেক্ষতা ও
সুশাসন
সম্পর্কিত
বিশেষ গবেষণার মাধ্যমে পরিচিতির জন্য ‘টপ
ট্র্যান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্ন্যান্স থিংক ট্যাংকস’ ক্যাটাগরিতে
স্থান হয়ে থাকে। আর ‘টপ সোশ্যাল পলিসি থিংক ট্যাংকস’ ক্যাটাগরিতে
সেই সব প্রতিষ্ঠান বিবেচিত হয় যারা সামাজিক নীতি সংক্রান্ত গবেষণা, বিশ্লেষণ এবং গণ-যোগাযোগে এগিয়ে থাকে।

পাশাপাশি যেসব প্রতিষ্ঠান বৈষম্য, শিক্ষা, দারিদ্র্য নিয়ে কাজ করে এবং এসব বিষয়ে নীতি-নির্ধারকদের সঙ্গে
আলোচনার
মাধ্যমে
সামগ্রিক
জীবন-যাপনে পরিবর্তন আনতে ভূমিকা রাখে
তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

বিআইজিডি সুশাসনের বিকাশে উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে একটি সুষ্ঠু সমাজব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।