সদর উপজেলার আলীনগর বিশ্বরোড সড়কে বুধবার দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি মো. এনায়েত হোসেন।
নিহত কবির হোসেন (৩৫) ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার আব্দুল বারেকের ছেলে।
স্থানীয়রা জানান, কবির সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে মুরগির বাচ্চা নিয়ে ভোলা বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই কবির নিহত হন।
ওসি এনায়েত বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।