শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বুধবার এক বিবৃতিতে জানায়, সফর সামনে রেখে প্রাথমিক স্কোয়াডের ৩৬ ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফ, নেট বোলারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয় মঙ্গলবার। এর মধ্যে আর্থার ও থিরিমান্নের ফল পজিটিভ আসে। তাদের সরকারের স্বাস্থ্য প্রোটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আসছে এই সফরে ক্যারিবিয়ানে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলঙ্কার। ম্যাচ শুরু হওয়ার কথা আগামী ২০ ফেব্রুয়ারি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সূচি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।