ক্যাটাগরি

হাতিরঝিলে আরও ৫৪ জন আটক

বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন ‘নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত’ রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ওই ৫৪ জনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৪৩ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সোমবারও ওই এলাকায় অভিযোগ চালিয়ে ৩১ জনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত ২৬ জানুয়ারি একজন নাগরিক হাতিরঝিল এলাকায় একদল কিশোরের উৎপাতের বিষয়ে ফেইসবুকে অভিযোগ করেন। এরপর হাতিরঝিল থানা পুলিশ ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত অভিযান চালাতে শুরু করে। 

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ পর্যন্ত তারা ১৫৬ জনকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছেন বা সতর্ক করেছেন।


উত্ত্যক্ত করার অভিযোগে হাতিরঝিলে আটক ৩১