বুধবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলার নওপাড়া বাজারে এ দুর্ঘটনা
ঘটে।
প্রয়াত চান্দু মল্লিক (৪২) স্থানীয় নওপাড়া গ্রামের আজিজুল ইসলাম মল্লিকের
ছেলে।
মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন বলেন,
সকালে ট্রাক চাপায় একজনের মৃত্যুর খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে লাশ
উদ্ধার করেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে চান্দু মল্লিক বাড়ি থেকে বেরিয়ে বাইসাইকেলে করে
ইট ভাটায় কর্মস্থল যাচ্ছিলেন। এ সময় বালি বহনকারী কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে
পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই চান্দু’র মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা তিনটি ড্রাম ট্রাক ভাংচুর করে বলে জানান স্থানীয়
চা দোকানি মিজান।