আহতদের ঢাকা অর্থপেডিক
হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল
ইসলাম।
নিহতরা হলেন- মানিকগঞ্জের
সাটুরিয়া থানার
সটুরিয়া গ্রামের
আব্দুর রশিদের
স্ত্রী
জাহানারা বেগম (৫৫) ও তার
পুত্রবধূ মরিয়ম বেগম (২০)।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার
দিকে ধামরাই
উপজেলার বাথুলি এলাকায় ঢাকা-আরিচা
মহাসড়কে তারা হতাহত হন।
ওসি মনিরুল প্রত্যক্ষদর্শীদের বরা বলেন, ঢাকা
থেকে ছেড়ে
আসা মানিকগঞ্জের
পাটুরিয়াগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি ফুটওভার ব্রিজেরর
নিচের সিঁড়ির ওপর উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা জাহানারা ও পুত্রবধূ মরিয়মসহ
চারজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
মারা যান
জাহানারা। আহত অবস্থায়
অপর তিনজনকে
মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে
চিকিৎসক মরিয়মকে
মৃত ঘোষনা
করেন।
আহতরা হলেন- মরিয়মের দুই
বছর বয়সী
ছেলে আবু
বক্কর ও
ধামরাই উপজেলার
বালিথা গ্রামের
মমিন উদ্দিনের
ছেলে আব্দুর
রহিম (৫০)।
তাদের উন্নত চিকিৎসার
জন্য ঢাকায়
পাঠানো হয়েছে। তবে বাসচালক ও তার
সহকারীকে ধরতে পারেনি পুলিশ। তাদের ধরার চেষ্টা
চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।