ক্যাটাগরি

নারায়ণগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

গৃহবধূর স্বামী মঙ্গলবার
রাতে আড়াইহাজার
থানায় এই মামলা
করেছেন বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।

মামলার এজাহারে বলা
হয়েছে, উপজেলার
বাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের এই গৃহবধূ
গ্রামের নাঈম
মিয়ার (৪০)
বাড়িতে মাঝেমাঝে
গৃহকর্মের টুকিটাকি কাজ করেন। সোমবার সকাল
১০টার দিকে
নাঈম মিয়ার বাড়ির উঠান ঝাড়ু দিতে
গেলে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে
ধর্ষণ করেন নাঈম মিয়া।

 ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়। তবে
গৃহবধূ তার স্বামীকে জানান।
পরে তিনি মামলা করেন।

ওসি নজরুল বলেন,
গৃহবধূ অসুস্থ
হয়ে পড়ায়
তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ আসামি
গ্রেপ্তারের চেষ্টা করছে।