প্রথমবারের মতো বাংলাদেশের কোনও চলচ্চিত্রে অভিনয়ের কথা জানিয়ে সোমবার এক টুইটে তিনি বলেন, “নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছি।”

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
তবে তিনি চলচ্চিত্রে নাম তা টুইটে জানাননি।
২০১৫ সালে তেলেগু ভাষার চলচ্চিত্র ‘জিল’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন।
কিক-২, ভেদালাম, ডিক্টেটর, সরদার গাব্বার সিংসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
A new territory , A new Life, A new Character , this time i am crossing boundaries to Bangladesh in my new villanious attire. its my 40th but a bangladeshi film. Wish me luck for #kabir40 , for new throat slits, for new bullet wounds.#kabir40 #Gratitude
— Kabir Duhan Singh (@Kabirduhansingh) February 2, 2021