তারাগঞ্জ থানার এসআই
মশিউর রহমান
জানান, মামলার
পর মিজানুর রহমান (২২)
নামে একজনকে তারা গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে
জেলহাজতে পাঠিয়েছেন।
মিজানুর তারাগঞ্জ উপজেলার
আলমপুর ইউনিয়নের
পাইকারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে,
সোমবার সন্ধ্যার
দিকে ওই
ইউনিয়নের মেলেরপাড়
গ্রামের এই
কিশোরী বাড়িতে
একা ছিলেন। তার মা-বাবা বাইরে
কাজে গিয়েছিলেন।
কিশোরী গোয়ালে
গরু বেঁধে
ঘরে ফিরলে
মিজানুর তাকে
ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের
লোকজন গেলে
মিজানুর পালিয়ে
যান।
এসআই মশিউর বলেন,
এ ঘটনায়
কিশোরীর মা
বাদী হয়ে
মঙ্গলবার তারাগঞ্জ
থানায় মামলা
করলে পুলিশ
রাতে মিজানুরকে
গ্রেপ্তার করে। বুধবার
কিশোরীকে ডাক্তারি
পরীক্ষার জন্য
রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।