ক্যাটাগরি

শুধিতে হইবে ঋণ: মান্না

বুধবার
এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, এ সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। ওই যে কবিতা ছিল না… ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে
হইবে ঋণ’।

“এতই চুরি করেছেন, এতই লুট করেছেন, ওইগুলো ফেরত দিতে হবে। যত অত্যাচার করেছেন,
আপনাদেরও বিচার হবে।”

সেজন্য
সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে মান্না বলেন, “মানুষ যদি একবার দেখে যে রাজপথে
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানের পার্থক্য নেই, ডান-বামের মধ্যে পার্থক্য নেই, জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিকতাবাদীর পার্থক্য নেই। গণতন্ত্রের পক্ষে সমস্ত
মানুষ এক সাথে কথা বলছে। তাহলে রাস্তার চেহারাও বদলাবে, দেশের
চেহারাও বদলাবে।”

দশটি ইসলামী দল নিয়ে গঠিত ‘জাতীয় সংহতি মঞ্চের’ উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময়
সভার আয়োজন হয়।

ইসলামী দলগুলোকেও
আন্দোলনের ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক
বলেন, “আমরা ডাক দেব। যদি মনে করেন, এই ডাক যৌক্তিক। তাহলে আপনারাও আমাদের সাথে
আসবেন সবাই।”

সংহতি
মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একেএম আশরাফুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এ আলোচনা
সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান
মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ,
এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বিকল্পধারার
একাংশের প্রধান নুরুল আমিন ব্যাপারী, বাংলাদেশ
নেজামে ইসলামী পার্টির মুফতি মজিবুর রহমান, ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ওবায়দুর রহমান খান
নদভী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির
হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন
বক্তব্য দেন।