ক্যাটাগরি

সারা রিসোর্টের ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

শ্রীপুর
থানার এসআই নয়ন ভূইয়া সোমবার রাতে এই মামলা দায়ের
করেন বলে ওসি খোন্দকার ইমাম হোসেন জানান।

ওই
সংস্থার ৪৩ জন কর্মী
গত শুক্রবার সারা রিসোর্টে গিয়েছিলেন অবকাশ যাপনে। সেখান থেকে ফেরার পথেই তাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়।

তাদের
মধ্যে তিনজন ঢাকার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

তবে
মামলায় কেবল শিহাব জহির নামে একজনের মৃত্যু এবং ১২/১৩ জন
অসুস্থ হওয়ার কথা বলা হয়েছে।

এসআই
নয়ন তার এজাহারে বলেছেন, থানা থেকে খবর পেয়ে তিনি রোববার সারা রিসোর্টে গিয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানতে পারেন।  

মামলায়
বলা হয়েছে, ওই দলটি বনভোজনের
জন্য ২৮ জানুয়ারি সারা
রিসোর্টে যাওয়ার পর ‘অজ্ঞাতনামা ব্যক্তি ভেজাল মদ ও বিভিন্ন
ধরনের খাদ্যদ্রব্য’ সংগ্রহ করে, যা পরে বনভোজন
আসা দলটিকে সরবরাহ করা হয়।

৩০
জানুয়ারি দুপুরে বনভোজন শেষে তারা ফেরার পথে ১২/১৩জন মারত্মক
অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে সহরোওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিহাব জহির।

এজাহারে
বলা হয়, “অজ্ঞাতনামা ব্যক্তিরা অবহেলাজনিতভাবে ভেজাল মদ সরবরাহ করে
এবং সরবরাহে সহায়তা করে এবং বনভোজনের লোকজনকে পান করতে সহায়তা করে মৃত্যু ঘটায়।”

ওসি
খোন্দকার ইমাম হোসেন বলেন, “শিহাব জহির ছাড়াও অসুস্থদের মধ্য থেকে আরো দুইজন মারা যাওয়ার খবর জানা গেছে। ভেজাল মদ সরবরাহে জড়িতদের
খোঁজে অভিযান চলছে।”