ক্যাটাগরি

আল জাজিরার প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা চায় বিএনপি

বৃহস্পতিবার
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই
দাবি জানানো হয়।

সেখানে
বলা হয়, “গত ১ ফেব্রুয়ারি
আল জাজিরা ‘অল দ্য প্রাইম
মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর
জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে।
জনগণের ওই অনুভূতির সাথে
বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

“জনগণের
কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার
চেষ্টা করেছে, যা জনগণকে আরো
বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ
সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরো আরো ঘনীভূত করেছে।”

বিএনপির
বিবৃতিতে বলা হয়, “এ দেশের মানুষের
সাথে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত
প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা
পাওয়ার জন্য অপেক্ষা করছে।”

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল
জাজিরায় প্রকাশিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও মানহানিকর’ হিসেবে
বর্ণনা করা হয়।

সেখানে বলা হয়, কিছু ‘উগ্রপন্থি ও তাদের সহযোগী,
যারা লন্ডন এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে’, তাদের এই ‘বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে।

আর সেনা সদরের তরফ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে ওই
প্রতিবেদনকে বর্ণনা করা হয় ‘সাজানো এবং দুরভিসন্ধিমূলক’ হিসেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের আল জাজিরায় প্রকাশিত ওই প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক অপপ্রচার’ বলেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ওই প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বহিঃপ্রকাশ।

ওই প্রতিবেদনের জন্য
সরকার আল-জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলেও ইতোমধ্যে জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পুরনো খবর

আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার চিন্তায় সরকার
 

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক অপপ্রচার: কাদের
 

আল জাজিরার প্রতিবেদন ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী
 

আল জাজিরার প্রতিবেদন ‘অপপ্রচার’: পররাষ্ট্র মন্ত্রণালয়
 

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ সেনা সদরের