শাপলা মিডিয়ার প্রযোজনায় ও শাহীন সুমনের পরিচালনায় ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রের নবাগত অভিনেতা শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন রূপসা।
৬ ফেব্রুয়ারি ঢাকায় এসে ৭ ফেব্রুয়ারি থেকে ছবির দৃশ্যধারণে তিনি অংশ নেবেন বলে জানান পরিচালক শাহীন সুমন। রূপসা ছাড়াও কলকাতার আরেক খলঅভিনেতা রজতাভ দত্ত এতে অভিনয় করছেন।


সপ্তাহখানেকের দৃশ্যধারণ শেষে ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন তারা।
তিনি বলেন, “শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে রূপসাকে। এটি ছাড়াও আরও দুইটি চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে প্রাথমিক কথাবার্তা চলছে।”
‘ইস্টিশনের মিষ্টি মেয়ে’ ও ‘পাহাড়ি ফুল’ শিরোনামে সেই ছবি দুটিও শাপলা মিডিয়ারই প্রযোজনার কথা রয়েছে।
কলকাতায় সিরিয়ালের নিয়মিত অভিনেত্রী রূপসা ২০১৯ সালে ‘কে তুমি নন্দিনী’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পথিকৃৎ বসুর পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেতা বনি সেনগুপ্ত।