আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার এসআই জাকির হোসেন।
চালক আব্দুল জলিল ঝিনাইদহ সদর উপজেলার আব্দুল
কাদেরের ছেলে।
এসআই জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে মাইক্রোবাসটি পাগলার নন্দলালপুর এলাকায় রেললাইন পার
হচ্ছিল। এ সময় ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমচে-মুচড়ে যায়। চালক মাথায় আঘাত পেয়েছেন।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে দুর্ঘটনার কারণ বলতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানান, মাইক্রোবাসটি রেললাইনে ওঠার
পর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেন মাইক্রোবাসটিকে টেনেহিঁচড়ে প্রায় তিনশ
ফুট দূরে নিয়ে যায়। পরে নির্মাণকাজের জন্য রাখা রেলের পাতে মাইক্রোবাসটি আটকে যায়।
আর ট্রেন চলে যায়। আশপাশের লোকজন গিয়ে চালককে হাসপাতালে পাঠায়।