ক্যাটাগরি

নারীদের নিয়ে অশোভন মন্তব্য, ‘ক্ষমা প্রার্থনা’ টোকিও অলিম্পিক প্রধানের

বুধবার জাপানের অলিম্পিক কমিটির এক বৈঠকে তিনি বলেছিলেন, নারীরা বেশি কথা বলেন এবং বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে ‘সময় বেশি লাগে’।

অশোভন এ মন্তব্যের জন্য ৮৩ বছর বয়সী মোরির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও এখনি পদ থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

জাপানের অলিম্পিক কমিটির পরিচালনা পর্ষদে এখন ২৪ জন সদস্য, যার মধ্যে পাঁচ জন নারী। অলিম্পিকে জাপানি খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা এ কমিটি ২০১৯ সালেই পরিচালনা পর্ষদে নারীর সংখ্যা বাড়িয়ে ৪০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল।

“আমরা যদি পরিচালনা পর্ষদে নারী সদস্য বাড়াই তাহলে তাদের কথা বলার সময় যেন সীমিত থাকে তা নিশ্চিত করতে হবে। তাদের কথা শেষ করতে দেরি হয়, যা খুবই বিরক্তিকর,” মোরি এমনটাই বলেছিলেন বলে জানিয়েছে আসাহি শিমবুন সংবাদপত্র।

২০০০-২০০১ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর থাকা মোরি দায়িত্বে থাকাকালীন সময়েও উল্টোপাল্টা এবং অকূটনৈতিকসুলভ মন্তব্যের জন্য পরিচিত ছিলেন।

তার সর্বশেষ অশোভন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড় বয়ে যায়। টুইটারে ‘হ্যাশট্যাগ মোরি রিজাইন’ ট্রেন্ড হয়ে ওঠে।

“লজ্জার। এখনি সময়। চলে যাও,” টুইটারে এমনটাই লিখেছেন এক ব্যবহারকারী। মোরি যদি পদত্যাগ না করেন তাহলে অ্যাথলেটদের অলিম্পিক বয়কট করার আহ্বান জানিয়েছেন আরেকজন।

মোরি জাপানি সংবাদপত্র মাইনিচিকে বলেছেন, কেবল বাইরের লোকই নয়, পরিবারের নারী সদস্যরাও তাকে তার মন্তব্যের জন্য তিরস্কার করেছেন।