মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মন্নান মুজাহিদ (৫৮) পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলীম মাদ্রাসার শিক্ষক ছিলেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে একই বাড়ির কিতাব আলী ও তার ছেলে লিটনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শওকত বলেন, “সকালে মন্নান তার বাড়ির সামনে রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় ওই বিরোধীয় জমির প্রতিপক্ষ একই বাড়ির কিতাব আলী গং রাস্তা নির্মাণে বাধা দেন।
“এ সময় কিতাব ও তার ছেলে লিটনসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মন্নানকে গুরুত্বর জখম করে।”
পরে মন্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানান ওসি।
নিহতের বুকে তিনটি দায়ের কোপ রয়েছে বলেও জানান এ পুলিশ কমৃকর্তা।