ক্যাটাগরি

মাদারীপুরে ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সদর থানার ওসি মো.
কামরুল ইসলাম মিঞা বলেন, “বৃহস্পতিবার দুপুরে খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা
থেকে একটি প্রাইভেট কারসহ তুহিন দর্জি (৩০) নামে এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা
হয়।

“ওই প্রাইভেট কারে
একটি ছাগল ছিল।”

তুহিন মাদারীপুর ছাত্রলীগের
সহ-সভাপতি। ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে তিনি।

পুলিশ জানায়, তুহিন
পুরাতন ফেরিঘাট এলাকায় রাস্তার পাশ থেকে লোকমান মালত নামে এক ব্যক্তির একটি ছাগল প্রাইভেট
কারে করে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা চোর চোর বলে চিৎকার করে। এ সময় পুলিশের একটি গাড়ি
সামনে থেকে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। ওই প্রাইভেট কারে একটি ছাগলসহ তুহিন ছিলেন।
ছাগল উদ্ধারের পাশাপাশি সাদা প্রাইভেট কারসহ তুহিনকে আটক করে পুলিশ।

ছাগলের মালিক লোকমান
মালত বলেন, “ঘাস খাওয়ার জন্য বাড়ির কাছে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ
একটি সাদা প্রাইভেট কার থেকে এক লোক নেমে ছাগলটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া
করি। এরই মধ্যে পুলিশ এসে প্রাইভেট কারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।”

জেলা ছাত্রলীগের সভাপতি
মো. জাহিদ হোসেন অনিক বলেন, “আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে
আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”